বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ
2022-10-09 19:06:47

ঢাকা, অক্টোবর ৯: বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মীপূজা আজ রোববার। শারদীয় দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে লক্ষ্মীপূজা করে থাকেন বাঙালি হিন্দুরা। শাস্ত্রমতে, লক্ষ্মী ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী।

কোজাগরী পূর্ণিমায় এ পূজা হয় বলে একে কোজাগরী লক্ষ্মীপূজাও বলা হয়। কোজাগরী অর্থাৎ কে জাগরী বা কে জেগে আছ। শাস্ত্র মতে এই রাতে লক্ষ্মী সবার বাড়িতে যান। যে গৃহের দরজা বন্ধ থাকে ও গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে লক্ষ্মী ফিরে আসেন। এ কারণে এই লক্ষ্মীপূজাকে কোজাগরী বলা হয় এবং এ পূজায় রাত্রি জাগরণের নিয়ম রয়েছে।

বাঙালি হিন্দুর ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। গৃহস্থরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করেন। হিন্দু নারীরা লক্ষীপূজায় উপবাসব্রত পালন করেন।

হাশিম/শান্তা