‘চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ দু’দেশের মধ্যে সহযোগিতা চায়’
2022-10-08 19:04:02

অক্টোবর ৮: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শনিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ চায় দু’দেশ বিভিন্ন খাতে সহযোগিতা করুক, পারস্পরিক কল্যাণের জন্য কাজ করুক।

মুখপাত্র বলেন, দু’দেশের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ ঘনিষ্ঠ। চীনে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানগুলোর আস্থাও বৃদ্ধি পাচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুযোগও বটে। চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের নিজেরই ক্ষতি।

মুখপাত্র আরও বলেন, মার্কিন নীতিনির্ধারকদের উচিত শিল্প, বাণিজ্য ও একাডেমিয়া মহলের মতামত শোনা। চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ‘জিরো-সাম গেম’ নীতি পরিহার করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন কূটনীতি সমিতি এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি চীনবিরোধী মনোভাব ত্যাগ করার আহ্বান জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। (ছাই/আলিম/স্বর্ণা)