উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বাস্তবধর্মী কাজ করবে চীন: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-10-08 19:11:40


অক্টোবর ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শনিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব ও বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি, চীন অব্যাহতভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বাস্তবধর্মী ও ভালো কাজ করবে।

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী হুয়া ছুন ইং সামাজিক মিডিয়ায় একটানা ১৩টি ছবি পোস্ট করেন। ছবিগুলো পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যাণ্ড ও লাওসসহ ১১টি দেশের মুদ্রায় মুদ্রিত অবকাঠামোর। এগুলো সবই ‘মেইড ইন চায়না’। সংশ্লিষ্ট সংবাদদাতাদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং বলেন, এসব দেশের মুদ্রায় মুদ্রিত অবকাঠামোর মধ্যে রয়েছে বন্দর, সেতু, বিদ্যুতের কেন্দ্র, মসজিদ, সংসদভবন, স্টেডিয়াম এবং লাইব্রেরি। এ সবই চীনের প্রতীক ও চীনের সঙ্গে সেসব দেশের সহযোগিতার প্রমাণ।

মুখপাত্র বলেন, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসাবে, চীন সর্বদা উন্নয়নশীল দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের অর্থনীতির উন্নয়নে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)