আশ্রয়প্রার্থী অভিবাসীদের আগমনে নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি
2022-10-08 17:42:21

অক্টোবর ৮: নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ৭ই অক্টোবর এক ঘোষণায় বলেন, গত কয়েক মাসে দক্ষিণ সীমান্ত এলাকা থেকে স্থানান্তরিত আশ্রয়প্রার্থী অভিবাসীর সংখ্যা অস্বাভাবিকরকম বেড়ে যাওয়ায় সিটিতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করা হলো।

গত এপ্রিল থেকে ১৭ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী, প্রধানত দক্ষিণ মার্কিন সীমান্ত থেকে নিউ ইয়র্ক সিটিতে আসেন। সিটির আশ্রয়কেন্দ্রগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে। বর্তমান প্রবণতা বজায় থাকলে, নিউ ইয়র্ক সিটির আশ্রয়স্থলে আসা লোকের সংখ্যা বর্তমানের ৬১ হাজার থেকে বেড়ে পরবর্তী এক বছরের মধ্যেই ১ লাখ ছাড়াবে। এ সংকট মোকাবিলায় নিউ ইয়র্ক শহর এই অর্থবছরে কমপক্ষে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় করবে।

নির্বাচন ও স্থানীয় স্বার্থের কথা বিবেচনার কারণে, আমেরিকান ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি দীর্ঘকাল ধরে অভিবাসন নিয়ে মতবিরোধে লিপ্ত। রিপাবলিকানরা বর্তমান ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত ফেডারেল সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে, তারা অবৈধ অভিবাসীদের দক্ষিণ সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট পাওয়ার চেষ্টা করছে। (ইয়াং/আলিম/ছাই)