চীন-মলদোভা সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে স্মারক খাম ও স্ট্যাম্প উদ্বোধন
2022-10-08 16:22:33


অক্টোবর ৮: গত ৬ অক্টোবর চীন-মলদোভা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর স্মারক খাম ও স্মারক স্ট্যাম্প  উদ্বোধন করা হয়। মলদোভার কূটনীতি ও ইউরোপের একীকরণ মন্ত্রণালয়ে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের।

মলদোভায় চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়েন পিন, মলদোভার উপ-প্রধানমন্ত্রী এবং কূটনীতি ও ইউরোপের একীকরণমন্ত্রী এবং মলদোভার ডাক বিভাগের মহাপরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মলদোভার উপ-প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, চীন মলদোভার গুরুত্বপূর্ণ অংশীদার। কোভিড-১৯ মহামারী মোকাবিলা এবং ইউক্রেনের শরণার্থী সংকট মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রেখেছে, যা প্রশংসার্হ।

তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় তাঁর দেশ। মলদোভা চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রাখতে, আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান জোরদার করতে, এবং দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে কাজ করে যেতে ইচ্ছুক।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়ান বলেন, চীন ও মলদোভার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩০ বছরে দু’দেশ পারস্পরিক সম্মান, কল্যাণ, এবং পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার ভিত্তিতে সহযোগিতা করে আসছে। এটা এখন প্রমাণিত যে, চীন ও মলদোভা পরস্পরের ভালো বন্ধু ও অংশীদার। (ওয়াং হাইমান/আলিম/ছাই)