জ্বালানি সংকট নিয়ে ইইউ নেতৃবৃন্দের আলোচনা ফলপ্রসূ হয়নি
2022-10-08 17:41:16

অক্টোবর ৮: ৭ই অক্টোবর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে জ্বালানি সংকট নিয়ে অনুষ্ঠিত ইইউ নেতৃবৃন্দের আলোচনা তেমন একটা ফলপ্রসূ হয়নি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেইন বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলায় ইউরোপীয় কমিশন সরবরাহকারীদের সাথে যুক্তিসঙ্গত দাম নিয়ে আলোচনা করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব নিয়ে আসবে।

তিনি বলেন, ইইউ’র সদস্যরাষ্ট্রগুলির ভিন্ন ভিন্ন চাহিদা, সরবরাহকারীদের ওপর নির্ভরতা, ও শক্তিকাঠামোর কারণে, জ্বালানি সমস্যার সমাধানে একটি অভিন্ন সমাধানে পৌঁছানো কঠিন। আলোচনায় নেতৃবৃন্দ ক্রমবর্ধমান জ্বালানিসংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপ গ্রহণে সম্মত হলেও, আমদানিকৃত গ্যাসের মূল্য নির্দিষ্ট করে দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। (ইয়াং/আলিম/ছাই)