ক্রোয়েশিয়া-চীন সহযোগিতার যথেষ্ট সুযোগ আছে: ইভো জোসিপোভিচ
2022-10-08 18:58:13

অক্টোবর ৮: ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, গত দশ বছরে রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে চীন অনেক অগ্রগতি অর্জন করেছে। দেশটি বর্তমানে বৈশ্বিক শান্তির গুরুত্বপূর্ণ সহায়কশক্তিতে পরিণত হয়েছে। এদিকে, চীন-ক্রোয়েশিয়া সম্পর্কও সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। দু’দেশের মধ্যে আরও সহযোগিতার সুযোগ রয়েছে।

জোসিপোভিচ বলেন, গত দশক বছরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীন হতদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানেও চীন রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্রোয়েশিয়ার পণ্য ও সেবা চীনে রপ্তানি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

চীনের তাইওয়ান সমস্যা সম্পর্কে তিনি বলেন, সকল দেশের উচিত ‘এক চীননীতি’-তে অবিচল থাকা। এই নীতি আন্তর্জাতিক আইনের একটি অংশ।

উল্লেখ্য, চলতি বছর হলো চীন-ক্রোয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী। সাম্প্রতিক বছরগুলোয় চীনা প্রতিষ্ঠানগুলো ক্রোয়েশিয়ায় সেতু ও বায়ুশক্তিকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে অংশ নেয়।  (ছাই/আলিম/স্বর্ণা)