বছরের তৃতীয় প্রান্তিকে চীনের মূল ভূভাগের ভোক্তা আস্থা সূচক ছিল ১০০.২
2022-10-08 18:35:52

অক্টোবর ৮: চলতি ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে চীনের মূলভূভাগ, হংকং, ও ম্যাকাওয়ের ভোক্তা আস্থা সূচক ছিল যথাক্রমে ১০০.২, ৬৪.২, ও ৬৮.৯। এ প্রান্তিকে তাইওয়ানের সূচক ছিল ৮৭.৯। আজ (শনিবার) বেইজিং-এ এ তথ্য প্রকাশিত হয়।

সূচক থেকে দেখা যাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, ও জীবনমানের উন্নয়নের ওপর চীনের মূল ভূভাগের গ্রাহকদের আস্থা স্থিতিশীল আছে। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, ও বিনিয়োগের প্রতি আস্থা গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে। কিন্তু জীবনমান, দ্রব্যমূল্য ও বাড়ি কেনার ব্যাপারে আস্থার তেমন একটা পরিবর্তন ঘটেনি।

এদিকে, তাইওয়ানের ভোক্তা আস্থা সূচকের সর্বোচ্চ সাব-ইনডেক্স হল "স্টকগুলোতে বিনিয়োগ করার সময়", যার মোট সূচক ১০৭.৫। এর পরেরটি হল "টেকসই পণ্য কেনার সময়", যার মোট সূচক ১০০.৬; তৃতীয়টি হল " রিয়েল এস্টেট ক্রয়ের সময়", সূচক হল ৯৫.৯; সর্বনিম্ন স্কোর হল "মূল্য সূচক"। এ থেকে প্রমাণিত হয় যে, তাইওয়ানের লোকেরা পণ্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত।

উল্লেখ্য, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ব অর্থনীতির ওপর নিম্নমুখী চাপ বৃদ্ধি পায় এবং কোভিড-১৯ মহামারীও নতুন করে চীনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যকরভাবে সমন্বয়ের ভিত্তিতে, মূল ভূভাগে জাতীয় অর্থনীতির পুনরুদ্ধার ও বিকাশ অব্যাহত থাকে।

 (ইয়াং/আলিম/ছাই)