মা দি ১৯৮৯ সালের ১৫ জানুয়ারি চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন লোক সংগীত শিল্পী, অভিনেতা এবং সঙ্গীত প্রযোজক।
২০১০ সালে তিনি লোক সঙ্গীত পরিবেশন শুরু করেন। ২০১১ সালে তিনি একটি লোক সঙ্গীত অ্যালবাম প্রকাশনা সংগঠিত করেন। একই বছর তিনি “বাফে প্রেম” নামক মাইক্রো ফিল্মে অভিনয় করেন। ২০১৩ সালে তিনি “আধুনিক আকাশ” নামক রেকর্ড কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন এবং ২০১৪ সালে প্রথম একক অ্যালবাম “জনশূন্য দ্বীপ” প্রকাশ করেন। বন্ধুরা, মা দি’র আরও কথা আমি পরে আপনাদের জানাব; তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি তাঁর “জনশূন্য দ্বীপ” অ্যালবাম থেকে দু’টো গান বাছাই করে আপনাদের শোনাব, কেমন?
বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে দু’টো গান শুনেছেন, তা মা দি’র প্রথম অ্যালবাম থেকে নেয়া। গানের নাম “দক্ষিণ পাহাড়ের দক্ষিণ” এবং “সময়ের মধ্যে”। ২০১৫ সালে তিনি “জনশূন্য দ্বীপ” নামক সারা দেশের ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০১৬ সালে তিনি একক মূল গান “সব না” প্রকাশ করেন। বন্ধুরা, তাহলে এখন আমি মা দি’র “সব না” গানটি আপনাদের শোনাব, কেমন?
২০১৭ সালের ২১ মার্চ তিনি সঙ্গীতদল “চড়ুই”র সঙ্গে “বন্য হংস” নামক গান গেয়েছেন। একই বছরের এপ্রিলে তিনি “১৭তম শীর্ষ চীনা সঙ্গীত” বার্ষিক সেরা লোক গায়ক এবং সঙ্গীতদল পুরস্কার জিতেন। জুলাই মাসে তিনি গায়িকা ওয়েই রুস্যুয়ানের সঙ্গে “বুধবার” নামক গান গেয়েছেন। ২০১৮ সালের অগাস্টে তিনি ফোর্বস চীনের “৩০ জন ৩০ বছরের নিচে অভিজাত” তালিকায় স্থান পান। যাই হোক বন্ধুরা, এখন আমি মা দি’র “চড়ুই” এবং “বুধবার” নামক দু’টো গান আপনাদের শোনাতে চাচ্ছি, কেমন?
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে মা দি’র “পৃথিবী” গানে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি।
(প্রেমা/এনাম)