সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৩.৫ শতাংশ
2022-10-08 18:59:47

অক্টোবর ৮: মার্কিন শ্রম মন্ত্রণালয়ের গতকাল (শুক্রবার) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৩.৫ শতাংশ।

পরিসংখ্যানে বলা হয়, সেপ্টেম্বরে মার্কিন বেকারত্বের হার আগের মাসের চেয়ে ০.২ শতাংশ পয়েন্ট কম ছিল। একই মাসে শ্রমে অংশগ্রহণের হার আগের মাসের চেয়ে ০.১ শতাংশ কমে দাঁড়ায় ৬২.৩ শতাংশে।

পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বরে বিনোদন ও হোটেল শিল্পে কর্মসংস্থান ৮৩ হাজার বেড়েছে, তবে তা মহামারী ছড়িয়ে পড়ার আগের চেয়ে ১১ লাখ কম।

বিশ্লেষকরা মনে করেন, অ-কৃষি খাতে কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা বাজারের প্রত্যাশ্যার চেয়ে কম। মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধি শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তাঁরা বিশ্বাস করেন। (ছাই/আলিম/স্বর্ণা)