সিনচিয়াংয়ের বিষয়ে চীনকে চাপ দেওয়ার ষড়যন্ত্র সফল হবে না: চীনা মুখপাত্র
2022-10-07 20:01:22


অক্টোবর ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (বৃহস্পতিবার) জানান, সিনচিয়াংয়ের বিষয়ে চীনকে চাপ দেওয়ার ষড়যন্ত্র সফল হবে না।  


বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে সিনচিয়াং-বিষয়ক খসড়া প্রতিবেদন পেশ করেছে যুক্তরাষ্ট্র। তবে অধিবেশনে তা পাস হয় নি। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ বার বার সিনচিয়াং নিয়ে চীনকে অপবাদ দিচ্ছে এবং মানবাধিকারের অজুহাতে অপরাজনীতি করে আসছে। তাদের লক্ষ্য হচ্ছে চীনের উন্নয়নে বাধা দেওয়া। পশ্চিমারা বাস্তবতা উপেক্ষা করে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সিনচিয়াং বিষয়ে মিথ্যাচার করেছে। তারা জাতিসংঘ মানবাধিকার পরিষদকে কাজে লাগিয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। তাতে ‘সিনচিয়াংয়ের বিষয় নিয়ে চীনের উন্নয়নকে বাধা দেওয়ার’ ষড়যন্ত্র এগিয়ে নিতে চান তারা। তবে, বিশ্ববাসীর চোখ অত্যন্ত  প্রখর,  পশ্চিমা দেশগুলোর ষড়যন্ত্র আবারও ব্যর্থ হয়েছে। 


চীনা মুখপাত্র বলেন, সিনচিয়াংয়ের বিষয় মানবাধিকার নয়, বরং সন্ত্রাসদমন, মৌলবাদ নির্মূল ও বিচ্ছিন্নতা প্রতিরোধের সঙ্গে জড়িত। কঠোর প্রচেষ্টার কারণে সিনচিয়াংয়ে ৫ বছরের বেশি সময়ে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে নি। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। বাস্তবতা বার বার প্রমাণ করেছে যে, মানবাধিকারের অজুহাতে রাজনীতি করা ও ‘দ্বৈত নীতি’ মানুষ সমর্থন করবে না। সিনচিয়াংয়ের বিষয়ে চীনকে চাপ দেওয়ার ষড়যন্ত্র সফল হবে না।


চীনা মুখপাত্র জানান, জাতিসংঘ মানবাধিকার পরিষদের উচিত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের সমস্যায় নজর দেওয়া। যাতে পদ্ধতিগত বর্ণবাদ, বর্ণ-বৈষম্য, বন্দুক সহিংসতাসহ নানা সমস্যা মোকাবিলা করা যায়। 


তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর রাজনীতি, অপবাদ ও ভিত্তিহীন দোষারোপ বন্ধ করার তাগিদ দেই আমরা। তাদের উচিত সংলাপ ও সহযোগিতার পথে ফিরে আসা এবং আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়নে সত্যিকার অর্থে কিছু কাজ করা।’

(আকাশ/তৌহিদ/ফেইফেই)