যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে চীন
2022-10-07 20:01:59


অক্টোবর ৭: শুক্রবার চীনের ‘জাতীয় দিবস সোনালি সপ্তাহের’ শেষ দিন। এদিন অনেকে জন্মস্থান বা পর্যটন গন্তব্য থেকে ঘরে ফিরছেন। তাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য, রেলপথ, বিদ্যুতসহ নানা বিভাগ একযোগে ব্যবস্থা নিয়েছে।


চীনের জাতীয় রেলপথ গ্রুপ কোম্পানির তথ্যে দেখা যায়, গতকাল দেশব্যাপী রেলপথে মোট ৬৪ লাখ ২১ হাজার যাত্রী যাতায়াত করেছেন। ট্রেনের সংখ্যা ছিল ৮১৩৫টি। শুক্রবার দেশে ট্রেন যাত্রীর সংখ্যা সাড়ে ৭৪ লাখ হতে পারে। ট্রেন চলবে ৮৩৮৬টি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)