যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০২৩ সালে ০.৫ শতাংশ হ্রাস পাবে: মার্কিন থিংক-ট্যাংক
2022-10-07 20:04:11


অক্টোবর ৭: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত বিখ্যাত থিংক-ট্যাংক পিআইআইই গতকাল (বৃহস্পতিবার) জানায়, ২০২৩ সালে মার্কিন অর্থনীতি ০.৫ শতাংশ হ্রাস পাবে।


সংস্থাটি’র ঊর্ধ্বতন এক গবেষক এদিন ভিডিও সম্মেলনে বলেন, মার্কিন অর্থনীতির মন্দার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।


ওই থিংক ট্যাংকের প্রকাশিত তথ্যে আরো দেখা যায়, বিশ্ব অর্থনীতির উন্নয়নও ধীর গতির হবে বলে ধারণা করা যায়।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)