গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের অভিনন্দন
2022-10-07 19:59:50


অক্টোবর ৭: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে অনেক দেশের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংসহ চীনের নেতৃবৃন্দকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন বা ফোন করেছেন। তাঁরা সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের সুষ্ঠু আয়োজনও প্রত্যাশা করেছেন।


পাক প্রেসিডেন্ট আরিফ আলভি জানান ,চীন ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চের  শান্তি ও সমন্বয় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি চীন হচ্ছে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার দৃঢ় সমর্থনকারী। চীনা নেতৃবৃন্দের দূরদৃষ্টি ও চীনা জনগণের কঠোর পরিশ্রমে এসব বড় সাফল্য সম্ভব হয়েছে। বিগত ৭০-এর দশকে পাক-চীন সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব ও ‘লোহার মত’ ভ্রাতৃত্বের বন্ধুত্ব প্রমাণিত হয়েছে। যে কোনো পরিস্থিতিতে চীন-পাক বিশেষ সম্পর্ক অটুট থাকবে।


ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদি মুরমু ভারত সরকার, জনগণ ও তাঁর পক্ষ থেকে প্রেসিডেন্ট সি চিন পিং, চীন সরকার ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একযোগে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চান।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দুটি উন্নয়নশীল দেশ ও নতুন শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে, বিশ্বের সুষ্ঠু উন্নয়নে দু’দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভারত-চীন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য একযোগে কাজ করতে চায় ভারত।


নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের সুষ্ঠু আয়োজনের জন্য শুভকামনা জানান। দু’দেশের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নয়ন প্রত্যাশা করেন তিনি। 


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকীর জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, দু’দেশের উচিত একযোগে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া। 

               

(আকাশ/তৌহিদ/ফেইফেই)