আফ্রিকাকে প্রাকৃতিক সম্পদ পরিচালনায় সমর্থন করা উচিত: চীনা প্রতিনিধি
2022-10-07 18:40:24

অক্টোবর ৭: আফ্রিকা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং তার উন্নয়নের সুপ্তশক্তি অনেক। আন্তর্জাতিক সমাজের উচিত আফ্রিকার দেশুগলোকে প্রাকৃতিক সম্পদ পরিচালনার ক্ষেত্রে সামর্থ্য বাড়াতে সাহায্য করা, আরো ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক সম্পদের ব্যবস্থাপনা স্থাপন করা।

গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, সরকারি প্রশাসনের সামর্থ্য বাড়িয়ে কার্যকরভাবে সম্পদ চোরাচালান দমন করা যায়। আন্তর্জাতিক সমাজের উচিত আফ্রিকার দেশগুলোকে সম্পদ পরিচালনায় নেতৃত্বের ভূমিকা পালনে সমর্থন করা, আফ্রিকার দেশগুলোর শিল্পের বিন্যাস, আর্থিক তত্ত্বাবধান, নিরাপদ আইন প্রয়োগসহ বিভিন্ন খাতে সমর্থন বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করা।

তাই পিং বলেন, আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলায় সমর্থন করতে হবে। চীন সবসময় সমান ও পারস্পরিক উপকারিতা, সহযোগিতা করে উভয় কল্যাণের নীতিতে আফ্রিকার দেশগুলোর যৌক্তিক সম্পদ উন্নয়ন ও ব্যবহারে সমর্থন করে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফ্রিকা দেশকে ভালোভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নিজের শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নের সমর্থন করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)