যাত্রীদের ঘরে ফেরার যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে চীন
2022-10-06 19:13:15


অক্টোবর ৬: বুধবার চীনের ‘জাতীয় দিবস সোনালি সপ্তাহের’  ষষ্ঠ দিন। অনেকে এখন তাদের জন্মস্থান বা পর্যটন গন্তব্য থেকে ফিরে যাচ্ছেন। তাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলপথ, বিদ্যুত্সহ নানা বিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে।


চীনের জাতীয় রেলপথ গ্রুপ কোম্পানির তথ্য অনুসারে, গতকাল (বুধবার) দেশব্যাপী রেলপথে মোট ৬১.২১ লাখ যাত্রী যাতায়াত করেছেন এবং যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ছিল ৭৮৬৭টি। বৃহস্পতিবার দেশব্যাপী রেলপথে ৬৫.৫ লাখ যাত্রী যাতায়াত করবেন এবং ৮১৪৪টি ট্রেন চালু হবে বলে অনুমান করা হচ্ছে।


যাত্রীদের সংখ্যা উন্নয়নের পরিপ্রেক্ষিতে সবুজ চ্যানেল খোলাসহ রেলপথ কোম্পানি নানা পদক্ষেপ নিয়েছে।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)