অক্টোবর ৬: পরিচ্ছন্ন পানি ও সবুজ পাহাড় সোনার পাহাড় ও রূপার পাহাড়। সাম্প্রতিক বছরগুলোতে চীন নিজের ধারণা এবং বাস্তব ব্যবস্থা দিয়ে উন্নয়নের নতুন কাঠামো খুঁজে পেয়েছে। বিশ্বের প্রাকৃতিক সভ্যতা নির্মাণে সাহায্য করা, সবুজ উন্নয়ন এবং প্রাকৃতিক সংরক্ষণ এখন চীনের একটি নতুন ‘নেমকার্ডে’ পরিণত হয়েছে। চীনে জীবনযাপন করা বিদেশি বন্ধুরা, এক দিকে চীনের সবুজ পরিবেশ এবং মানুষ ও প্রকৃতির সহাবস্থান স্বচক্ষে দেখছেন, অন্যদিকে চীনের টেকসই উন্নয়নের ‘সবুজ রহস্য’ বুঝতে পারছেন।
প্রাকৃতিক সভ্যতার নির্মাণ জোরদার করা উন্নয়নের নতুন চিন্তাধারার বাস্তবায়ন, অর্থনীতি ও সমাজের উচ্চ মানের উন্নয়ন জোরদারে খুব প্রয়োজন। গত দশ বছরে চীন পরিবেশগত সংরক্ষণ খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছে, পরিবেশগত অবকাঠামোর নির্মাণ জোরদার করেছে, পরিবেশগত অবকাঠামো নির্মাণে ১০০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে। পরিবেশের গুণগতমানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
৭০ বছর বয়সী মাইকেল ক্রুক ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি এখন বেইজিংয়ে বাস করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন উল্লেখযোগ্য।
তিনি বলেন, বেইজিং শহরের আশেপাশের গ্রামের উন্নয়ন অনেক দ্রুত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ খাতে। যেমন আগে আমি মধ্য চীনের হ্য নান প্রদেশে গিয়েছিলাম। সাম্প্রতিক বছরগুলোতে সেখানের কিছু ক্ষুদ্র আকারের কয়লা খনি বন্ধ করা হয়েছে, তাই পরিবেশ অনেক ভালো হয়েছে।
ঠিক যেন ক্রুকের কথার মত। গত দশ বছরে চীন গভীরভাবে জ্বালানি সংস্কার জোরদার করেছে। ২০২১ সালে চীনের পরিচ্ছন্ন জ্বালানি ভোগ্যের পরিমাণ ছিল ২৫.৫ শতাংশ। যা ২০২১ সালের তুলনায় ১১ শতাংশ বেশি। কয়লা ব্যবহারের হার নেমে দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। যা ২০১২ সালের তুলনায় ১২.৫ শতাংশ কম। চলতি বছরের প্রথম আট মাসে চীনে নতুন জ্বালানিচালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ যথাক্রমে ৩৯.৭ লাখ এবং ৩৮.৬ লাখ। চীনে নতুন জ্বালানিচালিত গাড়ির সংখ্যা ১ কোটিরও বেশি, যা বিশ্বের অর্ধেক। এসব পরিবর্তন সম্বন্ধে ব্রিটিশ ব্যক্তি ক্রুক বলেন, পরিবেশ সংরক্ষণে সরকার অনেক গুরুত্বারোপ করে। যেমন, তিনি শুনেছেন চীনে নতুন জ্বালানিচালিত গাড়ির বিক্রি সব গাড়ির পাঁচ ভাগের এক ভাগ। সৌরশক্তি ব্যবহারেও চীনও বিশ্বের শীর্ষে রয়েছে।
ভালো প্রাকৃতিক পরিবেশ হল জনগণের জন্য সবচেয়ে বাস্তবসম্মত কল্যাণ। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রদেশের বিভিন্ন বিভাগ ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে দূষণমুক্তকরণে কাজ করেছে। চীনে পানির গুণগতমান অনেক উন্নত হয়েছে। যুক্তরাষ্ট্রের জোশুয়া ডমিনিক চলতি বছর আবারও চীনের কুই চৌ প্রদেশের রুং চিয়াং জেলায় গিয়েছেন। পাঁচ বছর আগের তুলনায় স্থানীয় পরিবেশের অনেক উন্নত হয়েছে।
তিনি বলেন, বৃহত্তম পরিবর্তন হয়েছে পানিতে। আগেরবার যখন তিনি সেখানে গিয়েছিলেন, পানিতে আবর্জনা। আর পানির দূষণ অনেক গুরুতর ছিল। এবার তিনি আবার এসে দেখেন যে, পানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো আবর্জনা নেই। যা স্থানীয় সরকারের পরিবেশ সংরক্ষণ চেষ্টার সঙ্গে জড়িত। তা গ্রামের জীবন, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সহায়ক।
সরকারের সমর্থন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে চীন মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান, অর্থনীতি ও প্রকৃতির যৌথ উন্নয়নের ‘সবুজ পথ’ খুঁজে পেয়েছে।
এখন সবুজ রং ইতোমধ্যে সুন্দর চীনের প্রধান রং। আর দীর্ঘসময় ধরে এখানে বসবাস করা বিদেশি বন্ধুরা এ কারণে চীনকে আরো বেশি ভালোবাসেন।
(শুয়েই/তৌহিদ/আকাশ)