“ঢাকার সমন্বিত উন্নয়নের চেষ্টা আমরা কখনো করিনি”
2022-10-06 18:22:06

ব্যবসাপাতির ৯৪তম পর্বে যা থাকছে:

# চড়া বাংলাদেশের ফলের বাজার 

# ‘চীনে সাইবার হামলার সঙ্গে জড়িত মার্কিন গোয়েন্দা সংস্থা’

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“ ঢাকা এখন গায়েগতরে প্রান্তিক পর্যায়ে যেভাবে বাড়ছে আনম্যানেজেবল, আনকন্ট্রোল্যাবল, ক্যান্সারাস গ্রোথ হচ্ছে। কাজেই আমি ম্যানেজেবল সিটি করতে গেলে জনসংখ্যা বেশি, আমার জমি কম, মেট্রো একটা ব্রডব্যান্ড কানেকশন, তার উপর ভিত্তি করে রাজউককে যদি পার্টনার করে নেওয়া হতো তাহলেই সমন্বিত উন্নয়নটা হতো। আর তখনই প্রতিটা মেট্রো স্টেশনে রাইডশেয়ারের গাড়ি থাকার জায়গা পেতো, ট্রান্সফার ফ্যাসিলিটি হতো এবং মানুষজনও কিন্তু বড় বড় টাওয়ার যেটা হংকং, সিঙ্গাপুরের মতো ৫০তলা, ৬০তলা করা হয়েছে, সেখানে কেউ গাড়ি ব্যবহার করে না। কারণ তাদের ওয়াকিং ডিসটেন্সে মেট্রো আছে। সেখানে ভাইব্র্যান্ড অ্যাক্টিভিটি হচ্ছে কিন্তু যানজট নাই। মেট্রো থেকে কয়েক বিলিয়ন ডলারের যে এক্সপেকটেড রিটার্নটা হতে পারতো, সেটা করতে পারলাম না কারণ রাজউককের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের চেষ্টা আমরা কখনো করিনাই। “

ড. এম শামসুল হক

অধ্যাপক,

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় -বুয়েট