সংশ্লিষ্ট দেশকে নিজেদের গুরুতর বর্ণবাদ ও বর্ণ-বৈষম্য বিবেচনা করার তাগিদ দেয় চীন
2022-10-05 17:08:07


অক্টোবর ৫: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে গতকাল (মঙ্গলবার) বর্ণবাদ, বর্ণ-বৈষম্য ও অসহিষ্ণুতার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সমমনা দেশগুলোর পক্ষ থেকে জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ছেন সু একটি অভিন্ন বক্তব্য দিয়েছেন।


এতে তিনি সংখ্যালঘু জাতির প্রতি কিছু দেশের আইন প্রয়োগ বিভাগের বৈষম্যমূলক আইনি কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সংশ্লিষ্ট দেশগুলোকে নিজ দেশের বিদ্যমান গুরুতর বর্ণবাদ ও বর্ণ-বৈষম্য বিবেচনা করার তাগিদ দেন তিনি।


অভিন্ন বক্তব্যে বলা হয়, পুলিশের সহিংসতায় আফ্রিকান মার্কিনী ফ্রয়েড মারা গেছেন। এ ঘটনার দুই বছর পার হয়েছে। এরপরও কিছু দেশে সংখ্যালঘু জাতির প্রতি বৈষম্যমূলক আইন প্রয়োগ হচ্ছে। বক্তব্যে বলা হয়, ‘এ বিষয়ে আমরা গভীর নজর রাখছি ও উদ্বেগ প্রকাশ করি। ভুক্তভোগীদের প্রতি গভীর সহানুভূতি ও সমর্থন জানাই।’

(আকাশ/তৌহিদ/ফেইফেই)