‘সারা জীবনের ভালোবাসাও যথেষ্ট নয়’
2022-10-05 18:28:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিন পিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়াং সিন পিং, চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পপ সঙ্গীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ১৯৯৩ সালে তিনি সঙ্গীত মহলে পা রাখেন। সেই বছর ‘আমি কে, জিজ্ঞেস করো না’ গানটি প্রকাশ করে তিনি বিখ্যাত হয়ে ওঠেন।

 

১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে ওয়াং সিন পিং ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম ‘সারা জীবনের ভালোবাসাও যথেষ্ট নয়’ দিয়ে সে বছর হংকংয়ের শ্রেষ্ঠ নারী নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। ২০০১ সালে বিয়ে করেন। ওয়াং সিন পিং আস্তে আস্তে সঙ্গীত মহল থেকে সরে যান। ২০১৫ সালে ‘ভিন্ন লিন্ডা’ নামে সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেন তিনি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন পিং-এর গান ‘আমি কে, জিজ্ঞেস করো না’। গানের কথায় বলা হয়, কাকে ভালোবাসি, কার জন্য চিন্তা করি, আমি কখনই বলি নি। আমার চোখে ক্লান্তি। আমি তাদের কথার মত নই। কাউকে ভালোবাসায় কোনো দোষ নেই। আমি কে, জিজ্ঞেস করো না। প্লিজ আমাকে ভালোবাসো। আমার সৎ হৃদয় কে বুঝতে পারে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন পিং-এর গান ‘কে আমার স্বপ্নে আছে’। গানের কথায় বলা হয়, স্বপ্ন- চুপচাপ রাতে আসে। ঘৃণা- গোপনে স্বপ্নে ঢোকে। স্বপ্ন- যেন কুয়াসার মত মিশে যায়। আর চাই না। আর চাই না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন পিং-এর গান ‘প্রার্থনা’। গানের কথাগুলো এমন: আমাকে খুশি না হওয়ার শাস্তি দেয়। আমাকে প্রতিদিন চিন্তা করার শাস্তি দেয়। তোমার জন্য কাঁদি। তোমার জন্য হৃদয়ে ব্যথা হয়। ক্ষমা করো, আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নি। ক্ষমা করো, তামাকে ভালোবাসার স্বাদ পরিবর্তন হয়। ক্ষমা করো, আমার ভুল আচরণ।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন পিং-এর গান ‘সাধারণ নারী’। গানের কথাগুলো এমন: তোমার সঙ্গে দূরত্ব আরো বেশি হচ্ছে। হৃদয় দ্রুত সরে যায়, আর ধরা যায় না। আমি খুব সাধারণ নারী। বেশি চাহিদা নেই আমার। তোমার হৃদয় কি উড়ে গেছে? কীভাবে এই প্রেম রেখে যাও তুমি!

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিন পিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)