যুক্তরাষ্ট্রকে নিজ দেশের বর্ণ বৈষম্য-সহ নানা সমস্যা সমাধান করার তাগিদ দেয় চীন
2022-10-04 19:12:38


অক্টোবর ৪: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে চীনা প্রতিনিধি চিয়াং তুয়ান জানান, অ্যাফ্রো-আমেরিকান যুক্তরাষ্ট্রে অন্যায্য আইন প্রয়োগ সমস্যার সম্মুখীন হচ্ছেন। যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মতভাবে দেশের পদ্ধতিগত বৈষম্য, বর্ণ-বৈষম্য ও পুলিশি সহিংসতাসহ নানা সমস্যা সমাধান করার তাগিদ দেন তিনি।


তিনি জানান, ঔপনিবেশিকতা ও দাস প্রথা ছিল বৈষম্য ও বর্ণ বৈষম্যের উৎস। এমনকি মানব ইতিহাসের এই কালো অধ্যায় শেষ হলেও এখনও ‘শ্বেতাঙ্গদের অগ্রাধিকার’ চিন্তাধারা দেশটিতে চলছে। যুক্তরাষ্ট্রে, কোটি কোটি আফ্রিকান মার্কিনী নানা ধরনের বৈষম্য ও অন্যায়ের শিকার হচ্ছেন। তিনি জানান, সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, পুলিশের সহিংসতার কারণ আফ্র্যো আমেরিকানদের মৃত্যুর হার শ্বেতাঙ্গ মার্কিনীদের ২.৯ গুণ বেশি; আর কারাবরণের হার ৬ গুণ বেশি। 


তিনি জানান, যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে পদ্ধতিগত বৈষম্য, বর্ণ বৈষম্য ও পুলিশ সহিংসতাসহ নানা সমস্যা সমাধান করার তাগিদ দেয় চীন। যুক্তরাষ্ট্রকে সার্বিকভাবে জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্ত মেনে চলার আহ্বানও জানায় চীন। বিভিন্ন পক্ষের সঙ্গে একযোগে সব ধরনের বৈষম্য দূর করতে চায় চীন। যাতে সবাই মর্যাদাপূর্ণ, সহনশীল, সমান ও মুক্ত সমাজ নির্মাণ করতে পারে।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)