সবুজ উন্নয়নের ধারণা ইতিবাচকভাবে বাস্তবায়নের দিক-নির্দেশনা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট
2022-10-04 19:27:10


অক্টোবর ৪: সবুজ উন্নয়নের ধারণা ইতিবাচকভাবে বাস্তবায়নের দিক-নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। 


সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্র্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ২ অক্টোবর শান তং প্রদেশের ভূতত্ত্ব ও খণিজ সম্পদ ব্যুরোর বিশেষজ্ঞদের চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তাদেরকে সু্ষ্ঠুভাবে ঐতিহ্য প্রচার করে খণিজ অনুসন্ধান বিষয়ক কাজ সুষ্ঠুভাবে করার আশা ব্যক্ত করা হয়।


সি চিন পিং জবাবি চিঠিতে বলেন, আপনারা কয়েক প্রজন্ম ধরে অব্যাহত সমস্যা মোকাবিলা করে সাফল্য অর্জন করেছেন। এতে চীনের ভূবিজ্ঞানীদের চেতনা ফুটে ওঠে। 


সি চিন পিং জোর দিয়ে বলেন, খণিজ সম্পদ হচ্ছে সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ বস্তুগত ভিত্তি। খণিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন গণকল্যাণ ও দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। আশা করি, কমরেডরা সুষ্ঠু ঐতিহ্য প্রচার করে ইতিবাচকভাবে সবুজ উন্নয়নের ধারণা বাস্তবায়ন করবেন। তাদেরকে প্রযুক্তি উন্নত করে দেশের জ্বালানি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিকভাবে আধুনিক সমাজতান্ত্রিক দেশ নির্মাণে নতুন অবদান রাখার দিক-নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)