‘আলোর ছেলে’
2022-10-04 19:22:45

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড ‘গালা’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনাবো।

গালা, চীনের মূল ভূভাগের একটি রক সঙ্গীত ব্যান্ড। প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ২ জানুয়ারি। ব্যান্ডের চারজন সদস্য হলেন: সু তুও, সি লিয়াং, সু ই লা এবং ইয়ু চেং।

 

২০০৪ সালে ব্যান্ড প্রতিষ্ঠার পর এর প্রথম অ্যালবাম ‘Young for you’ অনলাইনে প্রকাশিত হয়। ২০০৬ সালে ব্যান্ডটি বেইজিং পপ সঙ্গীত উত্সবে যোগ দেয়। ২০০৮ সালের ২৮ জুন শাংহাইয়ে একটি বিশেষ কনসার্ট আয়োজন করে গালা।

 

বন্ধুরা, এখন শুনুন গালার গান ‘আলোর ছেলে’। গানের কথায় বলা হয়, এই বিশ্বে সাদা ও কালো উল্টো হয়। কে আলোকে রক্ষা করবে মৃত্যু পর্যন্ত। হঠাত্ একটি ছেলে এসেছে। এই কঠিন পথে এগিয়ে যাচ্ছে। তাঁর কর্তব্য জন্ম থেকেই ভিন্ন। তাঁর আত্ম আগুনের মত জ্বলে। ভালোবাসার জন্য রওনা হয়। গৌরবের সঙ্গে গান গায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন গালার গান ‘তুমি’। গানের কথাগুলো এমন:  আমি সবসময় তোমার পিছে থাকি। তুমি সবসময় দূরত্ব বজায় রাখো। আমি সবসময় কল্পনা করি, তুমি আমার আরো কাছে আসবে। তুমি, আমার আত্মার সুর। তুমি, আমার বসন্তের বৃষ্টি। আমি কখনই হিসাব করি না। তোমার জন্য পাহাড় থেকে ঝাঁপ দিতে পারি।

আচ্ছা, শুনুন এই গান।

লাগে না, ঘড়ি লাগে না। জুস খেলে জীবনের আশা থাকে। দুঃখকে ভুলে যাও, দুশ্চিন্তা ভুলে যাও। দেখো, আবহাওয়া কত ভালো। যদি আনন্দ পাও আমি তোমার সঙ্গে দূরের সাগরে ভ্রমণ করবো। কুকুর, খেলনা, সব নিয়ে যাবো। হাতে হাত রাখবো। মিষ্টি খাওয়াবো। ব্যর্থতার ভয় পাবো না। অন্ধ হওয়ার ভয় পাবো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন গালার গান ‘নতুন জন্ম’। গানের কথায় বলা হয়, তরুণ বয়সের নিজেকে দেখো, যৌবনের গন্ধ। যখন তুমি ভয় পাও, তাহলে কেন ভয় পাও। জীবন তোমার হাতে। তাদের কথা কেয়ার করো না। ইচ্ছামতো কথা বলো। তোমার প্রিয় কাজ করো। জীবন শুধু একবার। এখন থেকে তোমার প্রিয় গান গাও। যেন এই পৃথিবীতে শুধু তুমি নিজে আছো।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড গালা’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো তোমাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)