বিশ্বের বিভিন্ন স্থানে আফ্রিকান ও আফ্রিকান বংশোদ্ভূতরা পদ্ধতিগত বৈষম্যের শিকার হচ্ছেন: চীনা রাষ্ট্রদূত
2022-10-04 19:13:30


অক্টোবর ৪: জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ছেন সু গতকাল (সোমবার) এক অধিবেশনে বলেন, যারা আফ্রিকান বংশোদ্ভূত শিশুদের অধিকার লঙ্ঘন করছে, তাদের সংশ্লিষ্ট দেশগুলোর আইনের আওতায় আনা উচিত। এতে ব্যাপক আফ্রিকান বংশোদ্ভূত শিশু একটি স্বাস্থ্যকর ও আনন্দময় শৈশব উপভোগ করতে পারবে।


তিনি জানান, আফ্রিকান বংশোদ্ভূত শিশু বর্ণ বৈষম্য ও অন্যায়ের শিকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মদল জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে একটি প্রতিবেদন দাখিল করেছে। যা অনেক গুরুত্বপূর্ণ। এ সমস্যার ওপর গভীর নজর রাখছে চীন। 


তিনি জানান, আফ্রিকান ও আফ্রিকান বংশোদ্ভূতরা দীর্ঘমেয়াদে পদ্ধতিগত বৈষম্য ও ঘৃণার অপরাধের শিকার হচ্ছেন। বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত শিশু বন্দুক সহিংসতা, দারিদ্র্যসহ নানা সমস্যায় রয়েছে। তাদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন করা হচ্ছে।


তিনি জোর দিয়ে বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রস্তাবে চীন সমর্থন দেয়। সংশ্লিষ্ট দেশগুলোকে ‘শিশুদের অধিকার-বিষয়ক কনভেনশনে’ অনুমোদন দেওয়ার আহ্বান জানায় চীন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)