ইরানের পরমাণু চুক্তির বাস্তবায়ন পুনরায় শুরু করা সম্ভব: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-10-03 18:57:38

অক্টোবর ৩: আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানানি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ইরান সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ এবং অন্যান্য সংস্থায় ইরানের পারমাণবিক চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করছে। কানানি বলেন, ইরানের পরমাণু চুক্তির বাস্তবায়ন আবার শুরু করা এখনও সম্ভব।

২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট রাইসি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে নিউইয়র্ক যান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানানি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার একটি ভালো সুযোগ। তিনি নিশ্চিত করেন যে, সমন্বয়কারীর মাধ্যমে, ইরান ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন তথ্য বিনিময় করেছে। সম্প্রতি, ইরান ইউরোপীয় সমন্বয়কারী এবং প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আরও তথ্যবিনিময় করছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)