বিদেশের একাধিক চীনা দূতাবাস চীনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে
2022-10-03 19:14:17


অক্টোবর ৩: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি মিশর, তুরস্ক ও জর্ডান-সহ বিভিন্ন দেশের চীনা দূতাবাস প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করেছে। 


মিশরে চীনা দূতাবাস গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করে। এতে মিশরের বিভিন্ন মহলের প্রতিনিধি, সে দেশে অবস্থানরত চীনা নাগরিক, চীনা পুঁজি বিনিয়োগ শিল্পপ্রতিষ্ঠান এবং চীনা শিক্ষার্থীরা যোগ দেন।


মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা-মন্ত্রী জানান, চীন ও মিশরের জনগণ পরস্পরকে সাহায্য ও সমর্থন করে আসছে। যা মানবজাতির একতার একটি মডেল।


মিশরের যুব ও ক্রীড়ামন্ত্রী সাংবাদিককে বলেন, ‘এ বিশেষ মুহূর্তে আমি আন্তরিকভাবে চীনের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করি। ’


তুরস্কের চীনা দূতাবাস চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে অনলাইন অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে। দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ একাধিক কর্মকর্তা এতে অভিনন্দনবার্তা ও শুভকামনা ভিডিও পাঠিয়েছেন।


গত ২৬ সেপ্টেম্বর জর্ডানের চীনা দূতাবাস গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে অনলাইন অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে। জর্ডানের সংস্কৃতিমন্ত্রী ভিডিওতে জানান, দু’দেশের অনেক বছরের বন্ধুত্ব রয়েছে। জর্ডান প্রত্যাশা করে চীন অব্যাহত উন্নয়ন ও উদ্ভাবন বাস্তবায়ন করতে পারবে। তিনি আশা করেন, দু’দেশের সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হবে। এতে দু’দেশের গণকল্যাণ বৃদ্ধি পাবে।

 (আকাশ/তৌহিদ/ফেইফেই)