অক্টোবর ১: যদি মহাকাশে আপনার একটি বাসা থাকে, সেই বাসা কেমন হতে পারে?
সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের এশিয়া ও আফ্রিকা অঞ্চল প্রচার কেন্দ্রের আয়োজিত ‘যৌথভাবে মহাকাশের স্বপ্ন আঁকা’ অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিশুরা নিজের কল্পনায় মহাকাশ বাসার চেহারা তুলে ধরেছে।
বাংলাদেশের ৮ বছর বয়সী মির ইশরাক আলমের আঁকা ছবিতে, স্কুলের পাশে একটি খেলার মাঠ দেখা যায়। চীনা নভোচারী ছেন তুং, লিউ ইয়াং ও ছাই সুই চ্য তার প্রশংসা করেছেন। তারা বলেন, শিশুর ছবি অনেক সুন্দর, তাঁরা বিশ্বাস করেন শিশুদের মহাকাশের স্বপ্ন নিশ্চয় পূরণ হবে, তাঁরা একই সঙ্গে শিশুদের চীনা মহাকাশ স্টেশনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশের কিশোর জান্নাতুল ফেরদৌসের কল্পনায় মহাকাশ বাসায় বিভিন্ন নতুন ধরনের যানবাহন আছে।
বাংলাদেশের শিশু সাদাত ইব্রাহিমের ছবিতে তার মহাকাশ বাসায় চারা গাছ ও ঘাস আছে। তার প্রিয় পশুও আছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)