চীন সরকার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যৌথভাবে নেপালকে চিকিত্সা বর্জ্য পরিশোধনের সরঞ্জাম হস্তান্তর করেছে
2022-10-01 17:22:32

অক্টোবর ১: গত বৃহস্পতিবার চীন সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যৌথভাবে নেপালকে চিকিত্সা বর্জ্য পরিশোধনের সরঞ্জাম হস্তান্তর করেছে।

গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাউথ-সাউথ কো-অপারেশন অ্যাসিসট্যান্স ফান্ড প্রকল্পের অধীনে চীন সরকারের অর্থায়নে এ প্রকল্প আয়োজন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। "চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোভিড মহামারীর প্রতিক্রিয়া জানাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা উন্নয়ন সহায়তা প্রকল্পের’ আওতায় নেপালের বীরগঞ্জের নারায়ণী হাসপাতালে সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। এই প্রকল্পের সহায়তায় প্রায় ৭০ বছরের পুরনো হাসপাতালটি অবশেষে নিজস্ব চিকিত্সা বর্জ্য শোধনাগার তৈরি করছে।

(জিনিয়া/তৌহিদ)