অক্টোবর ১: গতকাল (শুক্রবার) জেনিভায় জাতিসংঘ কার্যালয় এবং সুইজারল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী উপ-প্রতিনিধি ছেন সু জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম সম্মেলনে ফিলিস্তিন এবং অন্যান্য আরব অঞ্চলে অধিকৃত মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাধারণ বিতর্কে বক্তৃতা দেন। তিনি বলেন, চীন ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রীয় অধিকার পুনরুদ্ধারের জন্য তাদের ন্যায়সঙ্গত দাবিকে দৃঢ়ভাবে সমর্থন করে।
ছেন উল্লেখ করেন, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুটি ৭০ বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘের আলোচ্যসূচিতে রয়েছে এবং মানবাধিকার কাউন্সিল বছরের পর বছর ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করছে। তবে, ফিলিস্তিনি জনগণ এখনও তাদের বৈধ অধিকার পুনরুদ্ধার করতে পারেনি, এবং মানবাধিকার নিশ্চিত করা যায়নি। অন্যান্য সমস্যা বৃদ্ধির পটভূমিতে ফিলিস্তিন ইস্যুটিকে ভোলা যাবে না।
তিনি আরও বলেন, চীন ফিলিস্তিনি সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করবে। মহামারী বিরোধী ও মানবিক সহায়তা প্রদান করবে। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করবে এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)