বৈশ্বিক উদ্ভাবন সূচক তালিকায় কয়েক ধাপ এগুলো চীন
2022-09-30 11:25:28

সেপ্টেম্বর ৩০: সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সদর দফতর থেকে সম্প্রতি ‘বিশ্ব উদ্ভাবন সূচক, ২০২২’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উদ্ভাবন ক্ষেত্রে চীনের অবস্থান ক্রমাগত উপরে উঠছে। এতে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইডেন, ব্রিটেন ও নেডারল্যান্ডস প্রথম পাঁচে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারীর মধ্যেও, ২০২১ সালে বিশ্বের উদ্ভাবন খাতে গবেষণা ও বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। ২০২১ সালে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর গবেষণার খরচ আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি ছিল। কোন কোন উন্নয়নশীল অর্থনৈতিক সত্তার উদ্ভাবন ক্ষেত্রে অর্জিত মুনাফা প্রত্যাশার চেয়ে বেশি ছিল।

বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মহাসচিব তেং হং সেন এদিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ১০ বছর আগে এ তালিকায় চীনের অবস্থান ছিল ৩৪তম। বর্তমানে দেশটি প্রথম দশে উঠে এসেছে। চীন সরকার মেধাস্বত্বের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। এটি চীনের সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ।

এদিকে প্রতিবেদনের যৌথ সম্পাদক সাচা উনচ-ভিনসেন্ট সাংবাদিক সম্মেলনে বলেন, সাম্প্রতিক বছরগুলোয় চীন গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করেছে। (ছাই/আলিম)