বন্যায় ত্রাণ-সাহায্যের জন্য চীনকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর
2022-09-30 16:17:12

সেপ্টেম্বর ৩০: পাকিস্তানকে চীনের শিল্পপ্রতিষ্ঠানের বন্যা প্রতিরোধক আর্থিক সাহায্য হস্তান্তর অনুষ্ঠান গতকাল (বৃহস্পতিবার) ইসলামাবাদে প্রধানমন্ত্রী ভবনে অনুষ্ঠিত হয়েছে।

 

পাক প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ পাকিস্তানে বন্যা প্রতিরোধে চীন সরকার ও জনগণের যথার্থ সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, চীনের শিল্পপ্রতিষ্ঠানের সমর্থন ও প্রতিশ্রুতি তাৎপর্যপূর্ণ, যা আরও বেশি দুর্গত পাকিস্তানীদের সাহায্য করতে পারবে। এটা পাকিস্তান-চীন পারস্পরিক সমর্থন ও সহযোগিতার প্রাণবন্ত দৃষ্টান্ত। পাকিস্তান ও চীন ভাইয়ের মতো বন্ধুত্বপূর্ণ দেশ। দু’দেশের সম্পর্ক আরও সুসংহত করতে চায় পাকিস্তান।

 

পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত নোং রুং বলেন, পাকিস্তান বন্যা কবলিত হওয়ার পরই চীন সাহায্য করেছে। দেশটি পাকিস্তানে বেশ কয়েক চালান মানবিক ত্রাণ-সাহায্য পাঠিয়েছে। আরও ত্রাণসামগ্রী পৌঁছাবে দেশটিতে।

 

চীন সরকার ও জনগণ বরাবরই পাকিস্তানের পাশে আছে। দেশটি দ্রুত দুর্যোগ কাটিয়ে উঠবে বলে চীন আশা করে।

 

 (রুবি/এনাম/শিশির)