কুমিল্লায় আমরা নজরুলের মূল সুরে স্ট্যান্ড করছি: তাপস কুমার দাশ
2022-09-30 20:34:06


আপন আলোয় ৮৮তম পর্বের অতিথি নজরুলসংগীত শিল্পী তাপস কুমার দাশ।

 

কুমিল্লার নজরুল সংগীত অঙ্গনে সুপরিচিত নাম তাপস কুমার দাশ।

কুমিল্লা বেতারে বিশেষ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী তিনি। মঞ্চের পাশাপাশি সংগীত পরিবেশন করছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও।

কুমিল্লার ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সঙ্গীত শিক্ষার্থী সম্মিলনে’র সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক তাপস দাশ। ২০১৫ সাল থেকে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আপন আলোয় মাহমুদ হাশিমের মুখোমুখি নজরুলসংগীত শিল্পী তাপস কুমার দাশ

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় নজরুল সংগীত চর্চার বিষয়ে বললেন তাপশ কুমার দাশ। কাকা বরেণ্য সংগীতজ্ঞ সুধীন দাশের দেখানো পথে মূল সুরে নজরুলের গান করেন এবং শেখান বলে জানালেন তিনি। ক্যাসেটনির্ভর না হয়ে স্বরলিপি মেনে শুদ্ধভাবে সবাই নজরুলের গান শিখবেন-গাইবেন এটাই শিল্পীর একান্ত চাওয়া।

 

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহ: মাহমুদ হাশিম

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।