তাইওয়ান ইস্যুতে মার্কিন অবস্থান চীনের সার্বভৌমত্ব-বিরোধী: চীনা মুখপাত্র
2022-09-30 10:29:06

সেপ্টেম্বর ৩০: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও আচরণ গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চলেছে। তাইওয়ানে অস্ত্র বিক্রির সাম্প্রতিক মার্কিন সিদ্ধান্ত প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান ক্য ফেই।

তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত দু’দেশের সশস্ত্রবাহিনীর সম্পর্কের জন্যও ক্ষতিকর। বেইজিং এর তীব্র প্রতিবাদ জানায়।

মুখপাত্র আরও বলেন, দীর্ঘকাল ধরেই মার্কিন সরকারের একশ্রেণির কর্মকর্তা, তাইওয়ান ইস্যুতে, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধি লঙ্ঘন করে আসছেন। তাঁরা ‘এক চীননীতি’ ও ‘চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার’ লঙ্ঘন করছেন, তাইওয়ান ইস্যুতে নিজেদের প্রতিশ্রুতির বিপরীত কাজ করছেন, এবং মিনচিন পার্টিকে উস্কানি দিয়ে তাইওয়ান প্রণালীর দুই তীরের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। এমন উস্কানিমূলক আচরণ অতি বিপজ্জনক।

মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এর সাথে চীনের কেন্দ্রীয় স্বার্থ জড়িত। এখানে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। (সুবর্ণা/আলিম/মুক্তা)