“ঢাকার পানি সরবরাহ লাইনে সংস্কার জরুরি”
2022-09-30 20:03:43

ব্যবসাপাতির ৯৩তম পর্বে যা থাকছে:

# বাংলাদেশের সম্ভাবনাময় খাত পর্যটন শিল্প 

# আরো বেশি চীনা বিনিয়োগ ও সহযোগিতা চায় বাংলাদেশ

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“ ঢাকা শহরে সুপেয় পানির কিছুটা ঘাটতি আছে এবং প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। ঢাকা শহরের ৭৪ শতাংশেরও বেশি পানি আমরা ভূগর্ভস্থ উৎস থেকে সরবরাহ করি। এটা কোন ভাবেই টেকসই ব্যবস্থা নয়। পরিবেশ সুরক্ষা ও সামাজিক প্রভাবের কথা বিবেচনা করেই ঢাকা ওয়াসা একটি মাস্টারপ্ল্যান করেছে। এর আলোকে বিভিন্ন জায়গায় পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও চীনা সরকারের সহায়তায় পদ্মা পানি শোধনাগার নির্মাণ করা হয়। এখান থেকে আমরা প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি পাবো। তবে ঢাকা শহরের বিদ্যমান পানির লাইনে সমস্যার কারণে সক্ষমতার পুরোটা বিতরণ করা যাচ্ছে না। ৪৫ লাখ মানুষকে নির্ভরযোগ্য ও সুপেয় পানি সরবরাহ করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে।“

মো. রফিকুল ইসলাম

প্রকল্প পরিচালক

পদ্মা (জশলদিয়া) পানি পরিশোধন কেন্দ্র