শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর প্রতিরক্ষা-সহযোগিতা ফলপ্রসূ: চীনা মুখপাত্র
2022-09-30 11:06:45

সেপ্টেম্বর ৩০: সাম্প্রতিক বছরগুলোতে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্যফেই এ কথা বলেন। 

তিনি বলেন, চীন শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর প্রতিরক্ষা বিভাগ ও সামরিক বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা খাতে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে এবং যৌথভাবে অভিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছুক।

মুখপাত্র আরও বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলো ভিডিও-সংযোগের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছে। এভাবে তারা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে সময়োচিত অবস্থান নেয়, ঐক্যবদ্ধভাবে বিশ্বের ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য ইতিবাচক ভুমিকা পালন করে।

উল্লেখ্য, সম্প্রতি শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র ২২তম অধিবেশন অনুষ্ঠিত হয়। (প্রেমা/আলিম/ছাই)