চীনা নারী ও শিশুদের উন্নয়ন নিয়ে প্রদর্শনী বেইজিংয়ে শুরু
2022-09-30 15:43:42

সেপ্টেম্বর ৩০: ‘নতুন যুগে নারী ও শিশুদের দশ বছরে উন্নয়ন’ শীর্ষক প্রদর্শনী গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে উদ্বোধন হয়।

 

চীনা জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও চীনা নারী ফেডারেশনের চেয়ারম্যান শেন ইউয়ে ইউয়ে তাতে উপস্থিত ছিলেন।

 

প্রদর্শনীর পাঁচটি অংশ রয়েছে: ‘গুরুত্ব দেয়া ও যত্ন নেয়া’, ‘নতুন যুগে নারীর কাজের সফলতা’, ‘নতুন যুগে শিশুর কাজের সফলতা’, ‘নতুন যুগে পরিবার নির্মাণের সফলতা’, এবং ‘নতুন যুগে নারী ফেডারেশনের কাজের সফলতা’।

 

তাতে ৫০০টি ছবি ও শতাধিক বস্তুর মাধ্যমে গেল ১০ বছরে কমরেড সি চিন পিং-কে কেন্দ্র করে সিপিসির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীনের নারী ও শিশুদের কাজে অর্জিত সফলতা প্রদর্শন করা হয়।

 

এ প্রদর্শনীর মাধ্যমে নারীদেরকে  সাহস নিয়ে এগিয়ে যেতে এবং ঐক্যবদ্ধ থেকে পরিশ্রম করতে উত্সাহ দেয়া হয়। (শিশির/এনাম/রুবি)