সিএমজির “গত দশ বছরে ডিকোডিং” শীর্ষক ফিচার চলচ্চিত্রের নানা ভাষার সংস্করণ প্রকাশিত
2022-09-30 19:33:35

সেপ্টেম্বর ৩০: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) “গত দশ বছরে ডিকোডিং” শীর্ষক ফিচার চলচ্চিত্রের নানা ভাষার সংস্করণ আজ (শুক্রবার)  বেইজিংয়ে প্রকাশিত হয়েছে।

এ দিন এক প্রকাশনা অনুষ্ঠানে চীনের উপসম্প্রচারমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং উপস্থিত ছিলেন এবং অতিথিদের সঙ্গে এ প্রকাশনার ঘোষণা করেছেন।

চায়না মিডিয়া গ্রুপের উপ-মহাপরিচালক ওয়াং সিয়াও জেন,  চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক তথ্য ব্যুরোর মহাপরিচালক ও মুখপাত্র মা সিয়াও কুয়াংসহ অনেক অতিথি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 ওয়াং সিয়াও জেন ভাষণ দেওয়ার সময় বলেন, চায়না মিডিয়া গ্রুপ প্রেসিডেন্ট সি চিন পিং’র গুরুত্বপূর্ণ ভাষণকে  কেন্দ্র করে “গত দশ বছরে ডিকোডিং” শীর্ষক ফিচার চলচ্চিত্র’ তৈরি করেছে এবং ৪৪টি ভাষায় দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে।

এ চলচ্চিত্রে আন্তরিক ও চমকপ্রদ গল্পের মধ্য দিয়ে ‘সব উন্নয়ন জনগণের জন্য’  প্রতিপাদ্যকে আখ্যায়িত করা হয়েছে। তাতে নতুন যুগের দশ বছরে চীনের প্রশাসনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

চায়না মিডিয়া গ্রুপ অব্যাহতভাবে বহুভাষার প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে সি চিন পিং’র নতুন যুগের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের দৃঢ় অনুরাগ ও অনুশীলনকারী হিসেবে  বিশ্বকে চীনের আন্তরিক ও নির্ভরশীল ভাবমূর্তি দেখাবে।

বলিষ্ঠ ডেটা ও উষ্ণ গল্প বিশ্বের ভাষা। “গত দশ বছরে ডিকোডিং” শীর্ষক ফিচার চলচ্চিত্রে কোটি কোটি তথ্য-উপাত্ত এবং প্রাণবন্ত চরিত্রের গল্পের মধ্য দিয়ে গত দশ বছরে চীনের ভূমিতে ঘটানো পরিবর্তন এবং পরিবর্তনের আড়ালে উন্নয়নের চাবিকাঠি ব্যাখ্যা করেছে। এ চলচ্চিত্রের ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রাশিয়াসহ অনেক ভাষার সংস্করণ উন্মোচন করা হয়েছে।

(রুবি/এনাম/শিশির)