সংলাপ হল সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমস্যা সমাধানের একমাত্র উপায়: চীন
2022-09-30 16:13:41

সেপ্টেম্বর ৩০: জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি দলের কাউন্সিলর সুন চি ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়ায় রাসায়নিক অস্ত্র সমস্যা বিষয়ক উন্মুক্ত এক সম্মেলনে বক্তব্য রেখেছেন।

 

তিনি বলেন, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার মহাপরিচালক উত্থাপিত সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, ১১-১৮ সেপ্টেম্বর  সংস্থার প্রযুক্তি সচিবালয় সিরিয়ার বিজ্ঞান গবেষণা কেন্দ্র নবম বার পরিদর্শন করেছে। এ অগ্রগতিকে স্বাগত জানায় চীন।

 

তিনি বলেন, চীন লক্ষ্য করেছে যে সিরিয়া সরকার ও নিষিদ্ধকরণ সংস্থার প্রযুক্তি সচিবালয় চিঠি বিনিময়ের মাধ্যমে মূল্য নির্ধারণ আবেদন বিষয় নিয়ে আলোচনা করেছে। এমন যোগাযোগ বাজায় রাখকে উত্সাহিত করে চীন।

 

সুন চি ছিয়াং আরও বলেন, নিষিদ্ধকরণ সংস্থার তদন্ত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির আওতায় চলতে হবে। প্রক্রিয়া, প্রমাণ ও উপসংহার নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও  নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। (শিশির/এনাম/রুবি)