কাল ‘ছিউ শি’ ছাপবে প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ প্রবন্ধ
2022-09-30 19:00:57

সেপ্টেম্বর ৩০: পহেলা অক্টোবর প্রকাশিত ‘ছিউ শি’ পত্রিকায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং চীনের সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ প্রকাশিত হবে।

 

‘নতুন যুগে সিপিসি’র ঐতিহাসিক কর্তব্য’ শিরোনামের প্রবন্ধে বলা হয়, চীনা জাতির মহান পুনরুত্থান হলো আধুনিক কালের পর চীনা জাতির সবচেয়ে মহান স্বপ্ন। সিপিসি তার প্রতিষ্ঠার পর থেকে সাম্যবাদ বাস্তবায়নকে নিজের উচ্চতম স্বপ্ন ও চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করেছে। সিপিসি চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিয়ে চীনা জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর পরিশ্রম করে চলছে।

  

প্রবন্ধে আরও বলা হয়, চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করতে সিপিসি’র প্রাথমিক উদ্দেশ্য পরিবর্তন হয়নি। এর নেতৃত্বে চীনা জনগণ এক একটি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে বিশাল ত্যাগ স্বীকার করে এক একটি বিস্ময় সৃষ্টি করেছেন।

 

প্রবন্ধে বলা হয়, মহান স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে মহান সংগ্রাম চালাতে হবে। সিপিসিকে জনগণকে নেতৃত্ব দিয়ে কার্যকরভাবে বড় চ্যালেঞ্জ, বড় হুমকি মোকাবিলা করে নানা দ্বন্দ্বের সমাধান করতে চাইলে তাকে অবশ্যই মহান সংগ্রাম চালাতে হবে।

লিলি/এনাম/রুবি