মোঃ মুছাব্বির হোসাইনের সাক্ষাত্কার
2022-09-30 16:29:53

 আজকের ঊর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন মোঃ মুছাব্বির হোসাইন। তিনি সাংহাই ইউনিভার্সিটি থেকে কন্ট্রোল থিওরি এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং-এর উপর পিএইচডি সম্পূর্ণ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে পোস্টডক্টরাল স্কলার হিসেবে কাজ করছেন।

 

তিনি বাংলাদেশের 'ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া' থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনীয়ারিং বিষয়ে ব্যাচেলর (২০১৪) ও মাস্টার (২০১৫) ডিগ্রী লাভ করেন। ২০১৭ সাথে চীনের সরকারি স্কলারশিপ লাভ করে পিএইচডি গবেষণার জন্য চীনে আসেন।

 

তিনি বিভিন্ন সময়ে দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং গবেষণার স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার।

 

তিনি 'সাংহাই উনিভার্সিটি' তে গবেষণা পাবলিকেশনের জন্য ২০১৯ সালে 'স্টুডেন্ট অফ দা ইয়ার' পুরস্কার লাভ করেন। ২০২০ সাথে তিনি 'সাংহাই অটোমেশন সোসাইটি' থেকে সাইবার সিকিউরিটির উপর 'বেস্ট রিসার্চ পেপার' পুরস্কার লাভ করেন।

 

এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক সংগঠনের সাথে যুক্ত আছেন। চীনের শিল্প-সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি রয়েছে তার ব্যপক আগ্রহ। চীনা খাবার ও তার অনেক প্রিয়। চলুন, কথা বলি তার সঙ্গে।