‘চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর আসিয়ান, ইইউ, ও যুক্তরাষ্ট্রের আস্থা বাড়ছে’
2022-09-30 11:08:10

সেপ্টেম্বর ৩০: চীনের বৈদেশিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ও যুক্তরাষ্ট্রের আস্থা বাড়ছে। গতকাল (বৃহস্পতিবার) চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল (সিসিপিআইটি) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।  

প্রতিবেদনে বলা হয়, বছরের তৃতীয় প্রান্তিকে চীনা প্রতিষ্ঠানগুলো উক্ত দেশগুলো থেকে তুলনামূলকভাবে বেশি অর্ডার পেয়েছে। 

সিসিপিআইটি’র মুখপাত্র সুন শিয়াও বলেন, অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রাখার চীনা নীতির ফল তৃতীয় প্রান্তিকে পাওয়া গেছে। 

মুখপাত্র আরও বলেন, আসিয়ান থেকে এখন সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছে চীনের বৈদেশিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। বছরের তৃতীয় প্রান্তিকে এক্ষেত্রে আসিয়ান, ইইউ ও যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। আর চীনা প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত অর্ডারের যথাক্রমে ৩০.৬, ৩০.৫৫ ও ২৫.২৯ শতাংশ এসেছে এদের থেকে। (প্রেমা/আলিম/ছাই)