রোং জু এর
2022-09-30 14:45:14

রোং জু এর বা জোই ইউং ১৯৮০ সালের ১৬ জুন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের পপসঙ্গীত গায়িকা ও অভিনেত্রী। ১৯৯৫ সালে ১৫ বছর বয়সের জোই একটি কারাওকে প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। তখন তিনি  গো ইস্ট এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম একক গান প্রকাশ করেন। গানটি পাশাপাশি চলচ্চিত্র “সেই দিনগুলো”র থিম সং হয়। 

বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা জোই-এর ২০১১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত “জোই অ্যান্ড জোই ” নামক অ্যালবাম থেকে নেয়া। অ্যালবামটি সুখ প্রকাশ করার একটি অ্যালবাম। যাতে ইতিবাচক মনোভাবে ভালোবাসা মোকাবিলার মনোভাব প্রতিফলিত হয়। অ্যালবামে অন্তর্ভুক্ত ১১টি গানের প্রত্যেকটি তাঁর গুণ প্রতিনিধিত্ব করে। “স্কাই উইন্ডো” জোই-এর ২০১৩ সালের ১৫ অগাস্ট প্রকাশিত ৩১তম একক অ্যালবাম “ছোট দিন”-এর একটি গান। তাঁর আমন্ত্রণে গীতিকার পাখো চাউ বিশেষ করে এটি সৃষ্টি করেন। গানটি পর পর বেশ কয়েকটি পুরস্কার জিতে। তিনি পাখোর সঙ্গে গানটি গেয়েছেন। 

 

২০০০ সালের সেপ্টেম্বর মাসে জোই তৃতীয় একক অ্যালবাম “কে আমাকে ভালবাসবে?” প্রকাশ করেন। গানটি পাশাপাশি একটি বিজ্ঞাপনে ব্যবহৃত হয়। এছাড়া, গানটির ম্যান্ডারিন ভাষার সংস্করণও আছে। ম্যান্ডারিন ভাষার গানের নাম “আমরা সবাই একা”। 

 

“লাভলর্নে অভ্যস্ত হয়” জোই-এর গাওয়া একটি ক্যান্টনিজ গান। গানটি তাঁর ২০০৩ সালের ২৫ মার্চ প্রকাশিত “আমার গর্ব” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৯ সালে শোবিজে প্রবেশ করার পর জোই-এর প্রথম মিনি অ্যালবাম হংকং আইএফপিআই বিক্রয় তালিকার প্রথম স্থানে ছিল এবং ধারাবাহিক ২৩ সপ্তাহে তালিকায় থাকার রেকর্ড সৃষ্টি করেন তিনি। এছাড়া, তিনি বেশ কয়েকবার হংকংয়ের শিল্পীদের পক্ষ থেকে সিসিটিভি বসন্ত উৎসব গালায় পরিবেশনা করেছেন। তাঁকে “হংকং সঙ্গীতের রাণী” বলে গণ্য করা হয়। 

 

২০০৫ সালের ১৫ অগাস্ট জোই “বাই-হার্ট” নামক অ্যালবাম প্রকাশ করেন। হুকিকোআকামুরা গানটির সঙ্গীত রচনা করেন। গানটির ম্যান্ডারিন ও ক্যান্টনিজ দু’টো সংস্করণ আছে। 

 

২০০৩ সালের ২৫ মার্চ প্রকাশিত “আমার গর্ব” অ্যালবামে মোট ২০টি গান অন্তর্ভুক্ত হয়। এতে ক্যান্টনিজ ও ম্যান্ডারিন দু’টো ভাষার রক ও আর অ্যান্ড বি স্টাইলের গান আছে। “দিশেহারা” এর মধ্যে অন্যতম। ২০টি গান বলতে অ্যালবামের একটি বৈশিষ্ট্য আছে, সেটা হলো গান ও সঙ্গীত সংযুক্ত করার রূপে দেখায়। প্রতিটি গানের আগে একটি ছোট সঙ্গীত অথবা মনোলগ শব্দ-গুচ্ছ আছে। পুরো অ্যালবামটিই প্রাণবন্ত পরিবেশে ভরপুর। 

 

 (প্রেমা/এনাম)