গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের ব্রিফিংয়ে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দনবার্তা
2022-09-30 15:40:48

সেপ্টেম্বর ৩০: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব মেধাস্বত্ব সংস্থার উদ্যোগে ‘গ্লোবাল ইনোভেশন ইনডেক্স-২০২২’-এর প্রেস ব্রিফিংয়ে এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

প্রধানমন্ত্রী লি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন হল মানব জাতির উন্নয়নের শক্তিশালী চালিকা শক্তি। চীন বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতার ওপর উচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে থাকে।

 

তা ছাড়া, চীন সক্রিয়ভাবে বিশ্বের সৃজনশীলতার নেটে মিশে গেছে, কঠোরভাবে মেধাস্বত্ব সুরক্ষা করেছে এবং সার্বিকভাবে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীল সহযোগিতা জোরদার করেছে।

 

বর্তমানে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের দক্ষতা স্পষ্টভাবেই উন্নত, এবং বাজারের প্রাণবন্ত শক্তি ও সমাজের সৃজনশীল দক্ষতাও ব্যাপকভাবে উদ্দীপ্ত হয়েছে।

 

লি খ্য ছিয়াং আরও বলেন, ভবিষ্যতমুখী হয়ে চীন আরও উন্মুক্ত দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করবে, বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তির পরিচালনায় গভীরভাবে অংশ নেবে, অব্যাহতভাবে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতার সহযোগিতার ক্ষেত্র ও জায়গা সম্প্রসারণ করবে, বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করবে এবং সম্মিলিতভাবে মানব জাতির সুন্দর বাড়িঘর নির্মাণ করবে।

 

বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রেখে উন্মুক্ত, সহনশীল, ভারসাম্যপূর্ণ এবং কার্যকর মেধাস্বত্ব সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম গড়ে তুলতে ইচ্ছুক চীন।

লিলি/এনাম/রুবি