“পাকিস্তানের সঙ্গে মিলে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় চীন”
2022-09-30 19:35:57

সেপ্টেম্বর ৩০: গত ২৭ সেপ্টেম্বর পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টু জারদারি মার্কিন ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে ‘পাকিস্তানে বন্যা প্রতিরোধে চীন যথার্থ সাহায্য করেনি’ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। এ মন্তব্য পুরোপুরি ভুল বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

তিনি বলেন, যখন পাকিস্তানে দুর্যোগ আসে, তখন চীন তার হাত বাড়িয়ে দেয়।  চীন সর্বপ্রথমে পাক অর্থনীতির উন্নয়নে এবং দেশটির বন্যা প্রতিরোধে সাহায্যের সিদ্ধান্ত নেয়।

 

এ প্রসঙ্গে আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমরা পররাষ্ট্রমন্ত্রীর অবস্থান লক্ষ্য করেছি।  তার অবস্থানে দু’দেশের মৈত্রী ও পারস্পরিক আস্থা প্রতিফলিত হয়েছে।  ২০১০ সালে পাকিস্তানে প্রবল বন্যা, ২০২১ সালে দেশটিতে পঙ্গপালের দুর্যোগ, ২০০৮ সালে চীনের ওয়েন ছুয়ান ভূমিকম্প এবং সর্বশেষ সি ছুয়ান প্রদেশের লু থিং ভূমিকম্পে দু’দেশের পারস্পরিক সমর্থন ও সাহায্যের রূপ দেখা গেছে। 

মাও নিং আরও বলেন, এবারে পাকিস্তানের বন্যা প্রতিরোধে দ্রুত এবং ব্যাপক পরিমাণে ত্রাণ-সাহায্য করেছে চীন । দেশটিতে ৪০ কোটি ইউয়ান মানবিক সহায়তা করেছে।  চীন সরকার থেকে সমাজ পর্যন্ত সার্বিকভাবে দেশকে দুর্যোগ প্রতিরোধে সহযোগিতা করেছে।  (রুবি/এনাম/শিশির)