আইস ইয়াং ছাংছিং
2022-09-30 14:36:18

ইয়াং ছাংছিং বা আইস ১৯৯৬ সালের ১৪ মে চীনে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীত গায়িকা এবং সংগীতশিল্পী-গীতিকার।

২০১৮ সালে তিনি একটি গানের প্রতিভা অনুষ্ঠান “দ্য র‍্যাপ অফ চায়না”-তে অংশ নেন এবং সারা দেশে রানার আপ হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। আসলে শোবিজে প্রবেশের আগে তিনি ২০১৮ সালের ২৮ জানুয়ারিতে তার একক র‍্যাপ গান “রানওয়ে” প্রকাশ করেছেন। একই বছরের ২৫ অক্টোবর তিনি অন্য একটি র‍্যাপ গান “তোমার সৌন্দর্য বুঝি” প্রকাশ করেন। 

 

২০১৮ সালের ২৭ ডিসেম্বর আইস ইয়াং ছাংছিং তাঁর প্রথম একক অ্যালবাম “৭/২৩” প্রকাশ করেন। এতে “খুব স্মার্ট না” ও “জানি না তারা কেন আমাকে ঘৃণা করে” সহ মোট ১২টি গান অন্তর্ভুক্ত হয়। 

 

২০১৯ সালের ১৪ জানুয়ারিতে আইস এবং অন্য একজন সঙ্গীতজ্ঞ জ্যাকসন ওয়াংয়ের সঙ্গে “রেড” নামক গান রচনা এবং পরিবেশন করেন। একই বছরের ২০ ফেব্রুয়ারিতে তিনি একটি যৌথ গান “কোন কেন নয়” প্রকাশ করেন। 

 

২০২০ সালের ১৪ মে আইস ইয়াং শন টি শিয়াও এনএন’র সঙ্গে একক গান “রিপলস” গান। ফলে গানটি খুবই জনপ্রিয় একটি ভিডিও গানে পরিণত হয়। বিভিন্ন সঙ্গীত তালিকায় প্রথম স্থান পায়। এছাড়া, মূলধারার শিল্পী ও গুরুরা এর রিমেক করেন।

 

২০২২ সালের ২৭ জানুয়ারিতে আইস ইয়াং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের শ্রদ্ধা নাটক “ভাসমান তারুণ্য”-এর জন্য সূচনা গান “আইস হকির গান” গেয়েছেন। একই বছরের ২৫ জুন তিনি একটি রকমারি অনুষ্ঠানে “স্ক্রুইং” নামক গান গেয়েছেন। 


 ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আইস ইয়াং ছাংছিং-এর আরও একটি গান শোনাব। গানের নাম “খাঁটি কিছু”। 

   

(প্রেমা/এনাম)