নর্ড স্ট্রীম পাইপলাইনে নাশকতার দায় রাশিয়ার অস্বীকার
2022-09-29 15:20:39

সেপ্টেম্বর ২৯: রুশ প্রেসিডেন্টের তথ্য সচিব দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) রুশ তথ্য-মাধ্যমকে জানিয়েছেন, নর্ড স্ট্রীম ১ ও ২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ছিদ্র নাশকতায় রাশিয়ার অংশগ্রহণের দাবি একেবারে মূর্খ অনুমান।

 

এদিন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা জোসেফ বোরেল এক বিবৃতিতে একে পরিকল্পিত নাশকতা বলে উল্লেখ করেছেন।

 

পেসকভ সংশ্লিষ্ট পক্ষের প্রতি নর্ড স্ট্রীম পাইপলাইনের দুর্ঘটনার সার্বিক তদন্তের পর এবং কে এ থেকে উপকৃত হতে পারে তা বিবেচনা করে উপসংহারে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

 

তিনি জোর দিয়ে বলেন, নর্ড স্ট্রীম পাইপলাইনের মালিক গ্যাজপ্রম কোম্পানিকে তদন্তে অংশগ্রহণ করতে দিতে হবে।

 

বোরেল তার বিবৃতিতে বলেন, ইউরোপের জ্বালানি অবকাঠামোর ইচ্ছাকৃত ধ্বংস সাধন অগ্রহণযোগ্য এবং তার দৃঢ় জবাব দেবে ইইউ। দুর্ঘটনার সার্বিক তদন্তকে সমর্থন করে ইইউ।

 

ইইউ তার জ্বালানি নিরাপত্তা  জোরদারে ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন। (শিশির/এনাম/রুবি)