আন্তর্জাতিক সমাজের উচিত আফগান পরিস্থিতিকে বস্তুনিষ্ঠভাবে দেখা: চীনা মুখপাত্র
2022-09-29 10:25:39

সেপ্টেম্বর ২৯: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, গত বছরের অগাস্ট মাসে আফগান পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। তখন থেকে এখন পর্যন্ত আফগান অস্থায়ী সরকার ও আন্তর্জাতিক সমাজের যৌথ প্রয়াসে দেশটির সামাজিক শৃঙ্খলা ধীরে ধীরে উন্নত হচ্ছে, শান্তিপূর্ণ পুনর্গঠন কাজও ধাপে ধাপে চলছে। তাই, আন্তর্জাতিক সমাজের উচিত বস্তুনিষ্ঠভাবে দেশটির পরিস্থিতি বিবেচনা করা।

চীনা মুখপাত্র ওয়াং বলেন, আফগানিস্তান বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় রূপান্তরের পর্যায়ে রয়েছে। দেশটিতে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনও আছে; অসংখ্য মানুষ অভুক্ত। এ অবস্থায় আন্তর্জাতিক সমাজের উচিত আফগান অস্থায়ী সরকারের সাথে যোগাযোগ বজায় রাখা, দেশটিকে মানবিক সহায়তা দেওয়া, এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ দমনে আফগান সরকারকে সাহায্য করা।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের আফগানবিষয়ক বিশেষ উপপ্রতিনিধি মার্কাস পটজেল নিরাপত্তা পরিষদে জানান, আফগান তালিবান সরকারের আমলে দেশটির অগ্রগতি খুবই কম। দেশটিতে বিভিন্ন নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। আফগান অস্থায়ী সরকারের সাথে আন্তর্জাতিক সমাজের যোগাযোগও অনেক কমে গেছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)