আদিবাসীদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার প্রতি চীনের আহ্বান
2022-09-29 11:05:36

সেপ্টেম্বর ২৯: গতকাল (বুধবার) চীনা প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াকে নিজ নিজ আদিবাসীদের বিরুদ্ধে কৃত পদ্ধতিগত বৈষম্য ও নির্যাতন পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

প্রতিনিধি বলেন, গবেষণায় দেখা গেছে, যে-কোনো মার্কিন আদিবাসী রাজনীতিতে অংশ নিতে গেলে ১১টি সাধারণ বাধার সম্মুখীন হন। বর্তমানে মার্কিন রেড ইন্ডিয়ানদের সামগ্রিক রাজনৈতিক অবস্থা ও রাজনৈতিক প্রভাবশক্তি তুলনামূলকভাবে অনেক কম। এদিকে, কানাডার বেশ কয়েকটি জায়গার আবাসিক বিদ্যালয়ে বিপুলসংখ্যক শিশুর মৃতদেহ ও অচিহ্নিত আদিবাসী কবর আবিষ্কৃত হয়েছে। আর অস্ট্রেলিয়ায় আদিবাসী কারাবন্দির সংখ্যা অ-আদিবাসীদের ১৫ গুণ।

চীনা প্রতিনিধি বলেন, এসব দেশের উচিত “জাতিসংঘের আদিবাসীদের অধিকার ঘোষণা” কার্যকর করা। (প্রেমা/আলিম/ছাই)