তাইওয়ান ইস্যুতে মার্কিন সরকারের আচরণ অগ্রহণযোগ্য: চীনা মুখপাত্র
2022-09-29 10:24:30

সেপ্টেম্বর ২৯: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতিবাচক আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সম্প্রতি জাপান সফরকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চীনবিরোধী মন্তব্যের প্রেক্ষাপটে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

গতকাল (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি মেনে চলে না, অথচ অন্যের সমালোচনা করে। এটা স্পষ্টতই দ্বৈতনীতি।

মুখপাত্র বলেন, মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি, চীনের দৃঢ় বিরোধিতা উপেক্ষা করে, তাইওয়ান গেছেন এবং চীনের এই প্রদেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এ ধরনের আচরণ গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতার লঙ্ঘন, চীন-মার্কিন সম্পর্কের জন্য ক্ষতিকর, এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

মুখপাত্র আরও বলেন, ১৯৭২ সালে, ১৯৭৮ সালে, ও ১৯৮২ সালে চীন-মার্কিন তিনটি ইশতাহার স্বাক্ষরিত হয়, যাতে বিশ্বে একটিমাত্র চীন থাকার কথা স্বীকার করেছে ওয়াশিংটন; স্বীকার করেছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। অথচ, মার্কিন সরকার বারবার তাইওয়ান ইস্যুতে নিজের প্রতিশ্রুতি ভেঙ্গেছে।

 (সুবর্ণা/আলিম/মুক্তা)