ব্রিক্স-এর সভাপতি দেশ হিসেবে সফল চীন
2022-09-29 19:30:50

সেপ্টেম্বর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রিক্স-এর চলতি বছরের সভাপতি দেশ হিসেবে চীন ভালভাবে নানা কাজ করে আসছে এবং সদস্য দেশগুলোর মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, চীনের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ১৩০টির বেশি সম্মেলন ও অনুষ্ঠান। সেপ্টেম্বর মাসেই কয়েকটি মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, চীন ‘ব্রিক্স প্লাস’ সহযোগিতা পদ্ধতির মাধ্যমে আরও বেশি উন্নয়নশীল দেশকে ব্রিক্স সহযোগিতার আওতায় নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ‘ব্রিক্স প্লাস’ সহযোগিতা পদ্ধতি উদীয়মান বাজার দেশ ও উন্নয়নশীল দেশের জন্য সহযোগিতার নতুন প্ল্যাটফর্ম প্রদান করেছে এবং ব্রিক্স দেশ ও উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে।

 

তিনি বলেন, চলতি বছরের শেষ দিক পর্যন্ত আরও ৩০টির বেশি ব্রিক্স সম্মেলন ও অনুষ্ঠান আয়োজন করবে চীন। (শিশির/এনাম/রুবি)